মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

চলতি বছর ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

গেজেট প্রতিবেদন

বসবাসের অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) রাতে ঢাকার ইতালি দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, গত ৩১শে অক্টোবর বসবাসের অনুমতি না থাকায় ৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। তাদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালি এসেছিলেন। অবৈধ অভিবাসন মোকাবিলায় প্রতিশ্রুতির কাঠামোর আওতায় ২০২৫ সালে ইতিমধ্যেই ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দালালদের টাকা দিয়ে সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করা অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত সেপ্টেম্বরে দূতাবাস জানিয়েছিল, ১৭ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে প্রত্যাবাসন করা হয়েছে। ইউরোপের সীমান্তরক্ষী এফআরওএনআরইএক্স এর সহযোগিতায় সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠিয়েছে তারা।

বাংলাদেশিদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে লিবিয়া দিয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন। তাদেরকে দ্রুততর সময়ের মধ্যেই নিজ দেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার দূতাবাস। উপযুক্ত ভিসা ছাড়া যারা ইতালিতে প্রবেশের কথা বিবেচনা করছেন এ প্রত্যাবাসন তাদের জন্য একটি কঠোর বার্তা।

দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রত্যাবর্তন করা হবে। এছাড়াও যাদেরকে নিজ দেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালি ও ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে প্রবেশে নিষিদ্ধ থাকবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন