সোমবার । ৩রা নভেম্বর, ২০২৫ । ১৮ই কার্তিক, ১৪৩২

আবুধাবিতে শীত উৎসবের রঙে রঙিন প্রবাসী বাংলাদেশিরা

ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি

আবুধাবির উপকন্ঠে বিপুল সমারোহে বাংলাদেশি প্রবাসীদের শীত উৎসব উদ্‌যাপিত হয়। তারুণ্যের সংগঠন “বাংলা জংশনের” আয়োজনে এই উৎসবটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক বর্ণিল মিলনমেলায়। শনিবার (১ নভেম্বর) রাতে বাহিয়ার এক সুপরিসর অবকাশযাপন কেন্দ্রে প্রবাসীদের শীত উৎসব উদ্‌যাপন হয়।

প্রবাসে থেকেও আপন সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করা শত শত বাংলাদেশি পরিবার এতে অংশ নেন। প্রথমবারের মতো আয়োজিত এই শীত উৎসবকে ঘিরে প্রবাসী সমাজে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

“বাংলা জংশন “একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে প্রবাসীদের সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও প্রজন্মান্তরের মধ্যে বাংলাদেশের ঐতিহ্য ছড়িয়ে দিতে কাজ করে আসছে। এবারের উৎসবে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে অসংখ্য বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। এতে যোগ দেন কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা, ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

শীত উৎসবের মূল আকর্ষণ ছিল বাংলাদেশি ঐতিহ্যবাহী মুখরোচক খাবার পরিবেশন, শিশু-কিশোরদের গ্রুপভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আবুধাবির রাত্রিকালীন আকাশ তখন যেন ভেসে উঠেছিল সুর, হাসি আর নৃত্যের মেলবন্ধনে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন নূর মোহাম্মদ ও যুবরাজ। পুরো রাত জুড়ে সুরের মূর্ছনায় প্রবাসীরা হারিয়ে যান মাতৃভূমির আবেগে।

আয়োজক সংগঠনের অন্যতম উদ্যোক্তা নূর মোহাম্মদ বলেন, আমাদের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের জন্য একটি প্ল্যাটফর্‌ম তৈরি করা।

অন্য উদ্যোক্তা মোহাম্মদ মুছা যোগ করেন, বিনোদন-বঞ্চিত প্রবাসী পরিবারগুলোর মুখে হাসি ফোটানো এবং বাংলাদেশি সংস্কৃতিকে লালন করা আমাদের এই আয়োজনের মূল প্রেরণা।

অনুষ্ঠানে আরও উপস্থিত আবু জাহেদ ইমরান সিআইপি, সৌরভ হোসেন সিআইপি, ইঞ্জিনিয়ার শরিফুল আলম, ব্যবসায়ী সাঈদ মিয়া, ব্যবসায়ী মুছা মিয়া প্রমুখ।

এই উৎসব শুধু বিনোদনের নয়- এ যেন ছিল প্রবাসীদের হৃদয়ে বাংলাদেশকে আরও একবার জাগিয়ে তোলার এক আবেগঘন উপলক্ষ্য।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন