বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

ভারতীয় প্রক্সিদের লাগাম টানতে হবে আফগানিস্তানকে : আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করা ভারতীয় প্রক্সি যোদ্ধাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর এক প্যারেডে দেওয়া ভাষণে আসিম মুনির আফগানিস্তানের জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পারিক শান্তি ও নিরাপত্তা বেছে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারতীয় প্রক্সিদের আফগানিস্তানের মাটি ব্যবহার থেকে বিরত রাখতে তালেবান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।

কয়েক দিন ধরে চলা ভয়াবহ প্রাণঘাতী যুদ্ধ স্থগিতের মেয়াদ বাড়ানোর একদিন পর পাকিস্তানি সেনাপ্রধান এমন মন্তব্য করলেন।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য উদযাপন করে আসিম মুনির বলেন, পাকিস্তান আবারও বিশ্বাসঘাতক শত্রুর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। সূত্র : জিও নিউজ

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন