মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে এখন চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। খবর বিবিসির।
রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা হচ্ছে ভারত, চীন ও তুরস্ক। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে। এজন্য ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে বার বার নিরুৎসাহিত করেছেন ট্রাম্প। চাপে রাখতে ভারতীয় আমদানি পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি।
বুধবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘অল্প সময়ের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এখন আমাকে চীনকেও একই কাজ করতে বাধ্য করতে হবে।’
ভারতের প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কি না, সে বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
ট্রাম্প প্রশাসন জাপানকেও রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তিনি বুধবার সফররত জাপানি অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোকে যুক্তরাষ্ট্রের এই প্রত্যাশার কথা জানিয়েছেন।
ট্রাম্প বলেন, ভারত তাৎক্ষণিকভাবে তেল কেনা বন্ধ করতে পারবে না। তার মতে এটা সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে খুব দ্রুতই শেষ হবে।
রাশিয়া ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ। গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে মস্কো থেকে প্রতিদিন প্রায় ১৬ লাখ ২০ হাজার ব্যারেল তেল কিনেছে, যা রাশিয়ার মোট তেল আমদানির প্রায় এক-তৃতীয়াংশ। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও তেল কেনা বন্ধ করেননি মোদি।
খুলনা গেজেট/এনএম

