পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নতুন এই সংঘর্ষে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বাড়ল। মঙ্গলবার রাতে আফগানিস্তানের স্পিন বোল্ডাক ও পাকিস্তানের চামান জেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে।
এক্সে (আগের টুইটার) দেওয়া পোস্টে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন,
পাকিস্তানি বাহিনী প্রথমে সীমান্তে হামলা শুরু করে। এতে অন্তত ১২ জন নাগরিক নিহত এবং শতাধিক নাগরিক আহত হয়েছেন। স্পিন বোল্ডাক জেলার প্রেস মুখপাত্র আলি মোহাম্মদ হাকমাল নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছেন।
সংবাদ সংস্থা এএফপি জেলা হাসপাতালের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের মধ্যে ৮০ জন নারী ও শিশু।
মুজাহিদ দাবি করেন, আফগান বাহিনী পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকজন সেনাকে হত্যা করেছে। তারা পাকিস্তানি অস্ত্র ও ট্যাংক জব্দ করেছে এবং পাকিস্তানি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে।
তবে পাকিস্তানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, আফগান তালেবানই প্রথমে সীমান্তের কাছে পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালায়, এতেই বাঁধে সংঘর্ষ।
এ ঘটনায় পাকিস্তানের চারজন নাগরিকও আহত হয়েছেন। রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই রয়টার্সকে জানান, চামান জেলার কাছে পাকিস্তানি সামরিক স্থাপনায় তালেবান বাহিনী হামলা চালায়।
তিনি জানান, রাতে শুরু হওয়া সংঘর্ষ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলেছিল। পাকিস্তানি বাহিনী হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
আফগান তালেবান জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে সংঘর্ষ থামে।
এর আগে শনিবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রোববার সৌদি আরব ও কাতারের আহ্বানে সংঘর্ষ থামলেও পাকিস্তান ও আফগানিস্তানের সব সীমান্ত ক্রসিং এখনও বন্ধ।
তখন কাবুল জানায়, আফগান ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘনের জবাবে তারা পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, সীমান্তে তাদের ২৩ সেনা নিহত হয়েছে। আর তারা দুই শতাধিক তালেবান ও সহযোগীকে হত্যা করেছে।
পাকিস্তানের অভিযোগ কাবুল তালেবান-সমর্থিত পাকিস্তান তালেবান (টিটিপি) গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দেয়। এই গোষ্ঠী পাকিস্তানে বিভিন্ন সময়ে হামলা চালায়।
কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা অন্য দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় না।
খুলনা গেজেট/এএজে

