বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

হিমাচলে পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, চাপা পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে বিলাসপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাইভেট বাসটিতে করে যাত্রীরা মোরাত্তান থেকে ঘুমারিনে যাচ্ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসের নিচ থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে অতিবৃষ্টির পর পাহাড় ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় বড় বড় পাথরও নিচে নেমে আসে। বাসটিতে ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।

আজ বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এরমধ্যে পাথর চাপা পড়ে একসঙ্গে ১৮ জন প্রাণ হারালেন।

বাসটির ভেতর থেকে দুই শিশুসহ মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভয়াবহ এ ঘটনা ঘটে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

সেখানকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আর্ষীয় শর্মা হতাতহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”

রাত নেমে আসার পরও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন