মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

লটারিতে প্রবাসী ট্যাক্সি ড্রাইভার জিতলেন ২০ মিলিয়ন দিরহাম

ফরহাদ হুসাইন, আমিরাত থেকে

কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো, মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য। দেশটির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকেট’ লটারির ই-ড্রতে প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার জিতলেন ২০ মিলিয়ন দিরহাম

গতকাল শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট এর সেপ্টেম্বরের ড্রতে আবুধাবি প্রবাসী বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। তার জেতা ০৩৫৩৫০ নম্বরের বিজয়ী টিকিটটি তিনি গত ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন। তিনি ৪৪ বছর বয়সী আবুধাবি প্রবাসী। ২০০৯ সাল থেকে তিনি আবুধাবিতে প্রবাস যাপন করছেন।

লাইভ ড্র চলাকালীন বিগ টিকেটের পক্ষ থেকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক, রিচার্ড এবং বুশরা হারুনকে জীবন বদলে দেওয়ার খবরটি জানান, তখন হারুন অবাক হয়ে যান। খবর পেয়ে, ভাগ্যবান হারুন বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। তিনি তখন কেবল “ওকে,ওকে, ঠিক আছে” ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না।। বাংলাদেশে তার পরিবার থাকেন। এই ড্রর বিজয়ী অর্থ টিকেট কেনায় অংশগ্রহণকারী আরও ১০ জনের সাথে ভাগ করে নেবেন।

তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছেন, জয়ের স্বপ্ন কখনও ছাড়েননি। শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা আহমেদ নবীও আজ ৩ অক্টোবরের ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন। তার বিজয়ী টিকেটের নম্বর হল ০২২১১৮।।

বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডাব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।এছাড়া ই ড্র সহ বিভিন্ন পুরস্কার অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন