আবুধাবির সীমান্তবর্তী আলআইন দুবাই রোডে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় বেলাল উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশী তরুণের মৃত্যু ঘটেছে। গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকের যাত্রী আরও দুই বাংলাদেশী।
নিহত বেলাল উদ্দিনের বাবার নাম মকবুল আহমেদ এবং বাড়ি কক্সবাজার জেলার ৭নং খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামে।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস খুলনা গেজেটকে জানিয়েছেন বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টার দিকে আল আইনের জারাত বা কৃষি খামার হতে তাদের পোল্ট্রি শপের জন্য মুরগি সংগ্রহ করে আজমান ফেরার পথে দুবাই আলআইন রোডে একটি ট্রেলারকে ওভারটেক করতে যেয়ে জনৈক পাকিস্তানি চালিত টয়োটা হাইলাইটস ফোর হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের চালানো মিতসুবিশি মিনি ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এ সময় সড়কপথ কুয়াশাচ্ছন্ন থাকায় তাতে আরও কিছু গাড়ী দুর্ঘটনা কবলিত হয়।
এতে আহত অপর দুইজন হলেন মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ (২৫)। তাদের মধ্যে ঘাড়ে আঘাত পাওয়া মোবারকের অবস্থা কিছুটা গুরুতর। দু’জনই বর্তমানে আবুধাবিস্থ বুরজিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত বেলালের অপর এক বন্ধু ও আজমানে তার প্রতিবেশি মোক্তার আহমেদ খুলনা গেজেটকে জানিয়েছেন, বিগত ১৫ বছর ধরে বেলাল আমিরাতের আজমান প্রদেশে কর্মরত আছেন। মৃত্যুকালে তিনি দুই শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন। বর্তমানে তার লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
