ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের পর বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো। ফরাসি নাগরিক ফোরো নিজেও গাজাগামী ফ্লোটিলায় স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন। তাকেও আটক করা হয়েছে।
বু্বাধর (১ অক্টোবর) রাতে গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইল। অন্তত ১৩টি জাহাজ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সুইডিশ পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবককে।
নৌবহরে হামলার পর বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো। মানবাধিকার কর্মীদের আহ্বান জানিয়েছেন ইসরাইলের সাথে সম্পর্কিত ‘সবকিছু অবরোধ’ করার।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় তিনি বলেছেন, ‘দেশটিকে [ইসরাইল] অবরুদ্ধ করুন, বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিন। আসুন ফ্লোটিলার মিশন সম্পন্ন করি: অবরোধের অবসান ঘটাই, গাজায় গণহত্যা বন্ধ করুন!’
ইসরাইলি আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতি অনাহারে-অপুষ্টিতে মারা যাচ্ছে মানুষ। এমন পরিস্থিতিতে ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
তবে ইসরাইল এই নৌবহর আটকে দেয়ার ঘোষণা দেয়। তাদের দাবি, স্বেচ্ছাসেবকরা ‘আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার’ চেষ্টা করছে। যদিও মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার বিষয়ে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে।
নৌবহরটি বুধবার গাজার কাছাকাছি পৌঁছায়। আয়োজকরা জানান, নৌবহর ইসরাইল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার বা প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে।
আগেরবারের ফ্লোটিলাগুলোকে এখানেই আটকানো বা আক্রমণ করা হয়েছিল। বৃহস্পতিবার ভোর ৫টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। তার আগেই রাতে নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
