বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

২ মাসের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে চিঠি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর

আন্তর্জা‌তিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

চিঠিতে হামাস বলেছে, যদি ইসরায়েল গাজায় উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি দিতে সম্মত হয়— তাহলে নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে অর্ধেককে মুক্তি দেবে হামাস।

তবে ট্রাম্প প্রশাসনের অপর এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, চিঠিটি বর্তমানে কাতারের সরকারের জিম্মায় আছে এবং আগামী সপ্তাহে সেটি ট্রাম্পকে হস্তান্তর করা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে ২৫১ জনকে।

হামাসের এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার জনেরও অধিক।

সেই সঙ্গে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, কিন্তু সব জিম্মিকে এখনও মুক্ত করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ ইসরায়েলি জিম্মি এখনও রয়েছে হামাসের কব্জায়।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে হামাসকে সব জিম্মিকে নিঃশর্তে মুক্তি এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন