বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

হাওড়ার শরৎ সদন ট্রাস্টের শরৎ পাঠাগারের সূচনা

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষ জন্মদিনে বুধবার (১৭ সেপ্টম্বর) সকাল দশটা নাগাদ হাওড়া শরৎ মেমোরিয়াল ট্রাস্ট শরৎ পাঠাগারের সূচনা করলো।

প্রধান বক্তা সৌমেন বসু তাঁর লেখায় শ্রমজীবী নির্যাতন ও নারী নিগ্রহের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ যে আজও কত প্রাসঙ্গিক স্মরণ করেন। রবীন্দ্রনাথ রোমা রোল্যাঁকে বলেছেন শরৎচন্দ্র নিপীড়িত মানুষের হৃদয়ের সাথী।

সভায় বিহার বাঙালি সমিতি প্রাক্তন সভাপতি অধ্যাপক পূর্ণেন্দু নারায়ণ মুখার্জি সহস্রাধিক গ্রন্থ তাঁর স্ত্রী শিক্ষিকা চৈতালি রায় অর্পণ করেন। বিহার বা অন্যত্র ভাষা সংখ্যালঘু স্বার্থ রক্ষায় পূর্ণেন্দুবাবু অনন্য ছিলেন। বিদ্যাসাগর থেকে রোকেয়া চর্চা তিনি অন্যতম দিশারী। কার্মাটাঁড নন্দন কানন গৃহ উদ্ধার এবং বর্বর বৃটিশ অত্যাচারে বিপর্যস্ত সাঁওতালের আত্মবিশ্বাস অর্জনে তাঁর সাফল্য তিনি তথ্যনিষ্ঠ লেখেন।

কার্মাটাঁড সূত্রে তাঁর সংস্পর্শে এসে পাটনা ইমাম ভ্রাতাদের নারী শিক্ষা ব্রতী হয়ে বি এন আর ফিমেল টিচার্স ট্রেণিং স্কুল স্থাপন তথ্য উদ্ভাসিত করেন।

ভাগলপুরে শরৎচন্দ্রের শিক্ষক ছিলেন বিদ্যাসাগর ছাত্র ক্ষীরোদচন্দ্র রায় চৌধুরী। তাঁর প্রচেষ্টা বিহার ওড়িশায় বিদ্যা সাগর ভাবনার শিক্ষাধারা প্রসার ঘটে।

কবি অজিত বাইরি কবিতা পাঠ করে বলেন, বিভিন্ন শিক্ষা ব্রতী সংস্থা যৌথ শরৎ লাইব্রেরি স্থাপন করে শরৎচন্দ্র সার্ধ শত বর্ষ জন্মদিনে শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্যয নিবেদন করল।

স্বাগত ভাষণ দেন সম্পাদক ডাঃ তরুণ মন্ডল এবং সভাপতি ছিলেন অজয় চ্যাটার্জী। সঞ্চালনা করেন উৎপল অধিকারী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন