মালদা ও মুর্শিদাবাদে গঙ্গা-পদ্মার ভয়াবহ ভাঙনের স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার রাজ্য জলসম্পদ দপ্তরে স্মারকলিপি জমা দিল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। জলসম্পদ মন্ত্রণালয়ের সম্পাদক সঞ্জয় কুন্ডুর হাতে স্মারকলিপি দেওয়া হয় এবং মন্ত্রী ড. মানস রঞ্জন ভুঁইয়ার কাছেও ডেপুটেশন পাঠানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নদীভাঙনে হাজারো পরিবার গৃহহীন হয়েছে, বিপুল কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে, কিন্তু যথাযথ পুনর্বাসন ও ত্রাণের ব্যবস্থা হয়নি। অবিলম্বে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আলোচনায় সঞ্জয় কুন্ডু আশ্বাস দেন দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
ডেপুটেশনে নেতৃত্ব দেন রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। উপস্থিত ছিলেন ড. কামাল বাসিরুজ্জামান, সুমন মণ্ডল, মো. জাকির হোসেন, মো. তাজেমুল হক, খাইরূল ইসলাম ও মো. সহিদুল ইসলাম।
পরে সাংবাদিকদের হাসিবুল ইসলাম অভিযোগ করেন- রাজ্য ও কেন্দ্র সরকার ভাঙন সমস্যায় রাজনৈতিক খেলা করছে। তিনি জানান, এসডিপিআই ক্ষতিগ্রস্তদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় জলসম্পদ দপ্তর ও মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র দেবে। কার্যকরী পদক্ষেপ না হলে দিল্লিতে ধরনা দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।