নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানের দৌড়ে এবার কুল মান ঘিসিং

আন্তর্জাতিক ডেস্ক

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা নয়, এ বার নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে উঠে এল আর এক নাম! কুল মান ঘিসিং। শোনা যাচ্ছে, প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন, এমনটাই চাইছেন গণবিক্ষোভে নেপালের কেপি শর্মা ওলি সরকারকে গদিচ্যুত করা ছাত্র-যুবরা। এতে বিস্ময় প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বুধবার রাত পর্যন্তও শোনা যাচ্ছিল ৭৩ বছরের সুশীলা কার্কির নাম। গুরুত্বপূর্ণ এই পদের জন্য সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে চাইছিলেন ছাত্র-যুবাদের একাংশ। বুধবার এ নিয়ে কাঠমান্ডুতে আন্দোলনকারী পড়ুয়াদের বৈঠকও হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ ‘জেন-জ়ি’রা অনলাইনে আলোচনায় যোগ দেন। কয়েক ঘণ্টা আলোচনার পর আন্দোলনকারীরা বেছে নেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে। এও কানাঘুষো শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার নাম ঘোষণা করতে চলেছে সে দেশের সেনা। কিন্তু বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে খবর মিলেছে, আন্দোলনকারীদের একাংশ মনে করছেন, বয়সজনিত কারণে সুশীলা এই পদের জন্য উপযুক্ত নন। তা ছাড়া, প্রাক্তন প্রধান বিচারপতির প্রধানমন্ত্রী হওয়ায় নানা সাংবিধানিক বাধাও রয়েছে। এ সব ভেবেই ভাবা হচ্ছে ঘিসিংয়ের নাম।

এর আগে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি গণমাধ্যমকে জানিয়েছিলেন, পড়শি দেশ ভারতের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। নয়াদিল্লির প্রশংসা করে তিনি বলেন, “ভারত সর্বদা নেপালকে সাহায্য করেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা শোনা গিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর গলায়। প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “মোদীজি সম্পর্কে আমার খুব ভাল ধারণা রয়েছে। আমি তাঁকে নমস্কার জানাচ্ছি।”

উল্লেখ্য, বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী কেপি শর্মা বুধবার নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন।

সেখানে তিনি বলেছেন, যদি আমি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়ত ক্ষমতায় থাকতাম। আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যতায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধীতা করেছিলাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন