হামাস মুখপাত্রের অবস্থানে বিমান হামলা

গেজেট প্রতিবেদন

গাজার হামাস-নিয়ন্ত্রিত এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৩০ আগস্ট) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটির একটি স্থানে হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। যদিও এখন পর্যন্ত নাম প্রকাশ করা হয়নি। হিব্রু সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এই ব্যক্তি হচ্ছেন আবু ওবায়দা, যার আসল নাম হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত।

ইসরায়েল জানিয়েছে, এই হামলায় তারা নির্ভুল অস্ত্র, আকাশপথে নজরদারি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে। তবে আবু ওবায়দা বেঁচে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হামাস এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আবু ওবায়দা দীর্ঘদিন ধরে মুখোশ পরা অবস্থায় জনসমক্ষে বক্তব্য দিয়ে আসছেন এবং তার প্রকৃত পরিচয় বা অবস্থান গোপন রাখা হয়েছে। ইসরায়েল পূর্বেও একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গাজার পশ্চিমাঞ্চলীয় আল-রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে চালানো একই ধরনের বিমান হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবনটিতে নারী, শিশু এবং বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিলেন।

এই হামলাগুলো গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন