ইয়েমেনের রাজধানী সানার ইসরাইলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) এমন খবর প্রকাশ করেছে ইয়েমেনের বিভিন্ন সংবাদমাধ্যম। হামলায় তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।
ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন চ্যানেল এবং আদেন আল-গাদ সংবাদপত্র জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি তার কয়েকজন সহযোগীসহ নিহত হন।
রাহাভি এক বছর ধরে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
ইরানের কারাগারে ইসরাইলি হামলার ভয়াবহতা বর্ণনা করলেন বন্দিরাইরানের কারাগারে ইসরাইলি হামলার ভয়াবহতা বর্ণনা করলেন বন্দিরা তবে এ হামলার কথা এখনো নিশ্চিত করেনি ইসরাইল।
এরআগে, বৃহস্পতিবার সানার বাইরে ইসরাইলি হামলায় ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন হুথি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ জন শীর্ষ কর্মকর্তা সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়।
তবে ওয়াইনেট জানিয়েছে, হামলায় হুথিদের পুরো সামরিক এবং সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামিরের সাথে এই হামলার অনুমোদন দিয়েছেন। কাৎজ বলেছেন, হুথিরা ইসরাইলকে লক্ষ্য করে হামলার পরিণতি সম্পর্কে সচেতন।
তিনি বলেন, যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।
খুলনা গেজেট/এএজে