Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী মসজিদ ও মাদ্রাসাকে‌ নিশানা হিন্দুবাদীদের, নীরবতায় ক্ষোভ এলাকাবাসীদের

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

বাবরি মসজিদকে রামমন্দির করেও ক্ষোভ মিটেনি। কিংবা উত্তরপ্রদেশে ২০০-র কাছাকাছি বুলডোজার দিয়ে মসজিদ ও মাজার ধুলিসাৎ করেও ক্ষোভ আর এস এস মদতপুষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির। এবার হিন্দুত্ববাদীদের নিশানা নিজামের শহর হায়দ্রাবাদের বালাপুর এলাকার সুলতানপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং ৪০০ বছরের পুরনো মসজিদ ও তার ভেতরে অবস্থিত মাদ্রাসা নোমানিয়াকে। এই ঘটনাকে ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে, ১৯ আগস্ট এক হিন্দুত্ববাদী সংগঠন যাদের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে, মসজিদের সামনে বিক্ষোভ করে এবং মাদ্রাসা বন্ধের দাবি তোলে। তাদের দাবি, মাদ্রাসাটি বেআইনি এবং সেখানে অবৈধ অভিবাসী রয়েছে। বিক্ষোভকারীদের “জয় শ্রীরাম” ও “বেআইনি মাদ্রাসা বন্ধ করো” বলে স্লোগানও তুলতে দেখা যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তবে মসজিদ ও মাদ্রাসার দায়িত্বে থাকা মৌলানা আকবর খান অভিযোগ করেন, তারা লিখিতভাবে থানায় অভিযোগ দিলেও এখনও পর্যন্ত এফআইআর করা হয়নি।

তিনি জানান, মাদ্রাসায় শুধুমাত্র স্থানীয় গরিব পরিবারের ৯০ জন ছাত্র পড়ে, যার মধ্যে ৭৫ জন হোস্টেলে থাকে এবং এই অবৈধ অভিবাসী থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।

ঘটনার নিন্দা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারাও। এমবিটি-র নেতা আমজেদ উল্লাহ খান বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত উসকানি এবং এর পিছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে।

তিনি অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি এবং অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তারা শিক্ষার অধিকার আইনে ও সংবিধান অনুযায়ী ন্যায্য তদন্ত ও সংরক্ষণ চেয়ে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও উত্তর আসেনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন