Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভারত কাউকে রাশিয়ান তেল কিনতে বাধ্য করেনি : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

কাউকে পরিশোধিত রাশিয়ান তেল কিনতে বাধ্য করা হয়নি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জয়শঙ্কর সমালোচকদের উদ্দেশে স্পষ্টভাবে বলেছেন, ‘যদি আপনার ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে সমস্যা হয়, তবে তা কিনবেন না। কেউ আপনাকে এটি কিনতে বাধ্য করবে না। ইউরোপ কেনে, আমেরিকা কেনে, তাই আপনি এটি পছন্দ না করলে, কিনবেন না।’

জয়শঙ্কর আরও বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে। তবে ভারতের অ-আলোচনাযোগ্য বিষয়গুলোর নিয়ে কথা হচ্ছে। তাই আমরা উদ্বিগ্ন।’

গত বছর ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, ভারত একই সময়ে প্রায় ৮৮ মিলিয়ন টন রাশিয়ান তেল আমদানি করেছে।

এদিকে ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে ওয়াশিংটন। সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। সিনেটে নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের কর্মীদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন গোর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য, আমার এমন একজন থাকা গুরুত্বপূর্ণ যিনি আমার এজেন্ডা বাস্তবায়নে এবং আমেরিকাকে আবারও মহান করে তুলতে কাজ করতে পারেন।’

সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণকারী গোরের পুরো নাম গোরোখভস্কি। সম্প্রতি ইলন মাস্ক ব্যঙ্গ করে ‘সাপ’ বলে সম্বন্ধন করেছিলেন তাকে।

ওয়াশিংটনের সঙ্গে ভারত যখন ৫০ শতাংশ শুল্কারেপ নিয়ে চরম বিরোধে আটকে আছে, তখন এই নিয়োগটি করা হলো। এটি রাশিয়াকে অনুসরণ করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন