Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য শনিবার (১৬ আগস্ট) শতবর্ষে পদার্পণ করেছেন। এই উপলক্ষে কলকাতা সহ পশ্চিমবঙ্গের ২৪ টি জেলায় শোভাযাত্রা বের হয়। এদিন কলকাতার শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বিশাল শোভাযাত্রা হয়।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ এই শোভাযাত্রায় সামিল হন। এই শোভাযাত্রার আয়োজক যৌথভাবে সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটি ও কিশোর বাহিনী। এদিনের শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে পর মিছিল বি আর সিং‌ হাসপাতাল, বিদ্যাপতি সেতু, মহাত্মা গান্ধী রোড, সুরেন্দ্রনাথ কলেজ, মির্জাপুর মোড়, আর্মহাস্ট স্ট্রিট মোড়, হয়ে কলেজ স্ট্রিট মোড়ে শেষ হয়।

সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির মুখ্য সংগঠক পীযূষ ধর বলেন, একবছর ধরে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আলোচনা-বিতর্ক-আবৃত্তি ও নানা অনুষ্ঠানের মাধ্যমে সুকান্তকে স্মরণ করা হবে। সুকান্ত ভট্টাচার্য নিছক সৌখিন মজদুরি করতে সাহিত্য করতে আসেননি। সাম্রাজ্যবাদ, মৌলবাদ, কর্পোরেট সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়েছে, সম্প্রীতি- ঐক্য ভূলুন্ঠিত, অন্যদিকে শোষণ-নিপীড়ন-অত্যাচার, কালোবাজারি, ভেজাল যেভাবে বেড়ে উঠেছে, তাতে সুকান্ত আজো প্রাসঙ্গিক। এই সুকান্ত স্মরণ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন