ব্রাজিলের একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন, আহত ৭ জন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
বিবিসিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের পারানা প্রদেশে কুরিটিবা শহরের কাছে মঙ্গলবার ওই বিস্ফোরণ ঘটে। নিখোঁজ ৯ জনের সন্ধান করা হলে পারানার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঘোষণা দেন, কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। কারখানাটি এনাএক্স কোম্পানির।
ওই কোম্পানির তরফে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
আশেপাশের শহরের বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়।
অগ্নিনির্বাপক দলের এক মুখপাত্র জানিয়েছেন, কারখানা থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটারের মতো জায়গার মধ্যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্মাণ ও খনির কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি করে থাকে এনাএক্স কোম্পানি। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আরও বলা হয়েছে, বিস্ফোরণের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করবে।
খুলনা গেজেট/এএজে