ভারত-বাংলাদেশ সীমান্তে চাষ করতে গিয়ে চর এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক কৃষকের। গত মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই-১ গ্রাম পঞ্চায়েতর শ্মশানঘাট সংলগ্ন বর্ডার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম নুরুদ্দিন সেখ (৫০)। তার বাড়ি সুতি থানার দেবীপুর গ্রামে। এই রহস্যজনক মৃত্যু কেন হল, কীভাবে হল তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নুরুদ্দিন সেখের পরিবারের পক্ষ থেকে। এটা বিএসএফের কাউন্টার হামলার ফল কি না, তার দাবিও করেছেন পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
খুলনা গেজেট/এনএম