বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ভারতে বাংলাদেশি পুলিশসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে এক পুলিশসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সীমান্ত পেরিয়ে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলায় ঢুকে গ্রামবাসীদের উপরে হামলা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশও রয়েছেন।

জানা যায়, শুক্রবার রাতে বিএসএফ ও গ্রামবাসীদের বাঁধার মুখে হামলাকারীরা পালানোর চেষ্টা করে, তখন বাংলাদেশে ঢোকার আগেই চারজনকে ধরে ফেলা হয়। রোববার মুবারক হোসেন নামে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিএসএফ।

বিএসএফ- এর মেঘালয় ফ্রন্টিয়ার এর ইনস্পেক্টর জেনারেল ও.পি. উপাধ্যায় বলেন, বিএসএফ, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত সফল অভিযান সম্ভব হয়েছে। নিরাপত্তা বাহিনী টহলদারি বাড়ানো হয়েছে। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তায় স্থানীয় জনগণই প্রথম প্রতিরোধ করছে।

দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ্লাং জিরওয়া জানান, রোববার পাঁচ অভিযুক্তকেই মাওকিরওয়াত আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনার অভিযুক্ত একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল মারুফুর রহমান। তিনি গুরুতর ভাবে আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন