যথাযোগ্য মর্যাদায় প্রয়াণের বর্ষপূর্তিতে সিপিআই(এম) পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধায় স্মরণ করল। শুক্রবার (৮ আগস্ট) সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে দলের রাজ্য অফিস মুজফফর আহমদ ভবনের আব্দুল হালিম কক্ষে তাকে স্মরণ করা হয়।
এদিনের স্মরণ সভায় সভাপতিত্ব করেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য মোহম্মদ সেলিম। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বক্তব্য বলেন প্রবীণ সিপিআই (এম) নেতা ও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, আরেক প্রবীণ সিপিআই (এম) নেতা সূর্যকান্ত মিশ্র, দলের পলিটব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য নীলোৎপল বসু।
নেতৃবৃন্দ বলেন , বুদ্ধদেব ভট্টাচার্যের কার্যকলাপ ছিল বিস্তৃত। একজন কমিউনিস্ট হিসাবে তিনি দলের নির্দেশে সব দায়িত্ব পালন করতেন। যুবদের সংগঠিত করতে করতে তিনি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা রাজ্যসম্পাদক হন। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে তিনি তথ্য ও জনসংযোগ মন্ত্রী হন। তারপর নানান মন্ত্রকের দায়িত্ব পালন করে তিনি ২০০০সালে মুখ্যমন্ত্রী হন। তার সঙ্গে চলে গণ-আন্দোলনের কাজ। জনসংযোগ ভিত্তি ছিল দারুণ। তাই বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা আজীবন স্মরণে রাখব। এদিন সঙ্গীত পরিবেশন করেন হিরণ্ময় ঘোষাল,শতরূপা মুখোপাধ্যায় ও শিবপ্রসাদ ভট্টাচার্য ।
খুলনা গেজেট/এসএস