গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ছিটমহলের সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্য গাজায় মানবিক ত্রাণবাহী একটি ট্রাক মানুষের ভিড়ের উপর উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ট্রাকটি একটি অনিরাপদ রাস্তা দিয়ে চলছিল। এখানে ইসরায়েল আগে বোমা হামলা চালিয়েছিল। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাস্তাটিকে অনিরাপদ বলে বর্ণনা করার পর গাড়িটি উল্টে যায়।
হামাসের অভিযোগ, ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ ব্যবহার করতে এবং ‘ইচ্ছাকৃতভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি’ করার জন্য বাধ্য করেছে ইসরায়েল।
এদিকে গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বুধবার অপুষ্টিতে কমপক্ষে তিনজন মারা গেছে। এর মধ্যে উত্তর গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে, হিবা ইয়াসের আবু নাজি নামে এক শিশুও অপুষ্টিতে মারা গেছে।
খুলনা গেজেট/এএজে