পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরাইলের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো গাজা দখলের ইসরাইলি পরিকল্পনা সমর্থন করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর টাইমস অব ইসরাইলের।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, আপাতত গাজার মানুষের খাবারের ব্যবস্থার করার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র।এর বাইরে সবকিছু ইসরাইলের ওপর নির্ভর করছে।
ট্রাম্প জানান, এ কাজে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, খাদ্য বিতরণ এবং অর্থ দু’টো দিয়েই।
ইসরাইল এরইমধ্যে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে লাখ লাখ ডলার অনুদান দিয়েছে বলে জানা গেছে। যদিও তারা এখনো প্রকাশ্যে তা নিশ্চিত করেনি। কারণ এই ধরনের তহবিল সম্ভবত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের পছন্দ নাও করতে পারেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘আরব রাষ্ট্রগুলোও আমাদের সহায়তা করবে, অর্থ এবং সম্ভবত বিতরণ ব্যবস্থাতেও।’
আট দিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে। হোয়াইট হাউজ তখন বলে আসছে, গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। তবে তা এখনো কার্যকর হয়নি।
এরআগে মঙ্গলবার টাইমস অব ইসরাইলসহ ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয় ঙে, গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরাইলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরাইলি সেনাবাহিনী উপত্যকাজুড়ে তাদের অভিযান আরো সম্প্রসারণ করবে।
খুলনা গেজেট/এনএম