Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গাজার দৃশ্য নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

মাসের পর মাস ধরে লাগাতার ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষপীড়িত মানুষের অবস্থা এখন “নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ”। এমনটাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার আঙ্কারায় কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “গাজায় মাত্র ৩৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্র ২২ মাস ধরে আমাদের ভাইদের ওপর গণহত্যা চালাচ্ছে, নির্মমভাবে তাদের হত্যা করছে।”

তিনি বলেন, “ফিলিস্তিনিদের ওপর ক্ষুধা ও পানির কষ্ট চাপিয়ে দেওয়াই প্রমাণ করে যে ইসরায়েলের মধ্যে মানবতা বলে কিছু নেই।”

গাজায় মানবিক পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “বিশ্বের বিবেকবান সব দেশ, বিশেষ করে মুসলিম রাষ্ট্র ও জনগণকে আমি আহ্বান জানাচ্ছি- শিশুদের এইভাবে অনাহারে বা দখলদার বাহিনীর গুলিতে মৃত্যুর মুখে পড়ার বিরুদ্ধে জোরালোভাবে আওয়াজ তুলুন।”

তিনি আরও বলেন, “আমরা যা করণীয় তা করে যাব। ইনশাআল্লাহ, গাজায় লোকজনের বিরুদ্ধে যারা গণহত্যা চালাচ্ছে, একদিন সেই অপরাধীদের আইনের মুখোমুখি হতে এবং ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে আমরা দেখব।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন