Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয় : সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। জাতিসংঘে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের ওপর একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

জাতিসংঘে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দুই দিনের এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।

সম্মেলনের পর নিউইয়র্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর জিন-নোয়েল ব্যারোটের সাথে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রতি রিয়াদের স্পষ্ট অবস্থানের ইঙ্গিত দেন।

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং যুদ্ধ বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাভাবিক করবে না রিয়াদ।

সৌ্দি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে যে স্পষ্ট ঐকমত্য হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত থাকলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করা যাবে না।

তিনি বলেন, ‘গাজা যুদ্ধের অবসান হলে এবং উপত্যকার জনগণের দুর্ভোগ লাঘব হলেই কেবল আলোচনা শুরু হতে পারে। কারণ গাজায় যখন ক্রমাগত মৃত্যু, দুর্ভোগ এবং ধ্বংসযজ্ঞ চলছে তখন স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনা করার কোন প্রশ্নই ওঠে না।’

এর আগে, সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুবরাজ ফয়সাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের সিদ্ধান্ত স্বাগত জানান।

তিনি বলেন, ‘এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার আদায়ের প্রতি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপের প্রতিফলন।’

ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে দুই দিনের এই সম্মেলনে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা এবং দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নকে এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন