পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের চাকওয়াল এবং সিন্ধুর জামশোরো জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। এক প্রতিবেদনে রোববার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হন আরও ৩০ জন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৮ মাস, ১ বছর ও ২ বছর। সর্বোচ্চ বয়সের নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী ছিলেন। আহতদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে। আহতদের কালার কাহার তহসিল সদর হাসপাতাল এবং চকওয়াল জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের মুখপাত্রের মতে, বাস চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ দিয়ে জেলা প্রশাসক বলেছেন, আহতদের সম্ভাব্য সকল চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে এবং আহতদের রাওয়ালপিন্ডির হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ হিসেবে ধরা হয় উচ্চগতিতে গাড়ি চালানোর পাশাপাশি ট্র্যাফিক আইন অমান্য করা ও বেপরোয়া ওভারটেকিং।
খুলনা গেজেট/এএজে