Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভারতের হরিদ্বারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৫ জন। মন্দিরের সিঁড়িতে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ধারণা করছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। লোকজন ছুটাছুটি শুরু করলে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেসময় মন্দিরে অনেক ভিড় ছিল।

হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট ময়ূর দীক্ষিত জানান, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন তিনি। উদ্ধার ও ত্রাণ কাজ করে যাচ্ছে এসডিআরএফ ও পুলিশ বাহিনী।

হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শ্রাবণ মাসে দেবীদ্বারের সব তীর্থস্থানে ভক্তদের ভিড় দেখা যায়। হরিদ্বার শিব ভক্ত, কাঁওয়ারিয়াদের জন্যও একটি প্রধান গন্তব্যস্থল। ভক্তরা এই সময়ে গঙ্গার পানি সংগ্রহ করতে শহরে আসেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে যাওয়ার পথে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন