Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মিসরে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের কাছে চার দশমিক ৬৭ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্র চুক্তিতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার সিস্টেম এবং লজিস্টিক ও প্রকৌশল সহায়তা।

বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে পেন্টাগন। মিসরের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এই সমরসামগ্রীর প্যাকেজটি। খবর আলজাজিরার।

প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, তারা চারটি এএন/এমপিকিউ-৬৪ সেন্টিনেল রাডার সিস্টেম, শত শত ক্ষেপণাস্ত্র ও একটি ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেম (এনএএসএএমএস) বিক্রিতে সম্মত হয়েছে। ওই সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে মার্কিন সরকারি কর্মচারী ও ঠিকাদাররাও মিসেরর সামরিক বাহিনীকে প্রযুক্তিগত, কারিগরি ও লজিস্টিক সেবা প্রদান করবে।

এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা অর্জনের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে জানিয়েছে সংস্থাটি। ন্যাটোর সদস্য না হলেও মিসর যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মিত্র। ধারণা করা হচ্ছে এই সামরিক সহায়তা দেশটির নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক অগ্রগতির পথ প্রশস্ত করতেও সহায়তা করবে। এই অস্ত্র বিক্রির প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে বহুজাতিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান, ম্যাসাচুসেটসভিত্তিক আরটিএক্স করপোরেশন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন