বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দেয়। জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৪২ টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দেয়ার পরিকল্পনা করছে। তবে বেশ কয়েকটি শক্তিধর পশ্চিমা রাষ্ট্র তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, বৃটেন ও জার্মানি অন্যতম।

মূলত গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যায় ইউরোপীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। গাজা যুদ্ধে এ পর্যন্ত ৫৯ হাজার ৫৮৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। এ সপ্তাহের শুরুতে বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও ২১টি মিত্র দেশের সঙ্গে যুক্ত হয়ে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ ও নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়েছে ফ্রান্স।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন