পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুর শিনাওয়ারি জারগারি এলাকায় নিরাপত্তা বাহিনী এবং বন্দুকাধারীদের মধ্যে ভয়াবহ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এর ফলে নয়জন ‘সন্ত্রাসী’ নিহত এবং জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুহাম্মদ খালিদ আহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) জিও নিউজের খবরে বলা হয়, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আমজাদ হুসেন জানিয়েছেন, অভিযানের নেতৃত্বদানকারী ডিপিও খালিদ সংঘর্ষের সময় ৩টি বুলেটের আঘাতে বিদ্ধ হন এবং তাকে চিকিৎসার জন্য পেশোয়ারে স্থানান্তরিত করা হয়েছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ সাংবাদিকদের জানিয়েছেন, এই সংঘর্ষে আরও বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছে। ডিপিও খালিদের অবস্থা স্থিতিশীল এবং বিপদমুক্ত। প্রদেশজুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য পুলিশ বাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্তও করেন আইজি।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ডিপিও মুহাম্মদ খালিদের সঙ্গে টেলিফোনে কথা বলে তার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে পুলিশ দল অপরিসীম সাহস দেখিয়েছে এবং পাঁচজন সন্ত্রাসীকে নির্মূল করেছে। আপনারা জাতির গর্ব। আমরা আপনাদের জন্য গর্বিত।’
২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসকদের প্রত্যাবর্তনের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
খুলনা গেজেট/এএজে