Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চেন্নাইয়ে তিন বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনের শিকার

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের নবাবী মুর্শিদাবাদের তিন বাঙালি শ্রমিক এবার তামিলনাড়ুর চেন্নাইয়ে নির্যাতনের শিকার হলেন বলে অভিযোগ উঠলো। এই বাঙালি শ্রমিকদের বাড়ি লালবাগ থানার সুরোলপাড়াতে।

তিন পরিযায়ী নির্মাণ শ্রমিকের নাম মিলন সেখ, এসমাইল সেখ ও বাবু সেখ। রুজির টানে তারা গিয়েছিলেন চেন্নাইয়ের থিরুভেল্লুর এলাকায়। কিন্তু গত ১৫ জুলাই সন্ধ্যা সাড় ৬টার সময় বাংলায় কথা বলা এবং পশ্চিমবঙ্গের বাঙালি পরিচয়ের জন্য তাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। স্থানীয় বাঙালি বিদ্বেষী সংগঠনের সদস্যরা নির্মমভাবে মারধর করে। একজনের হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়, মাথা ফাটিয়ে দেয়।

থানায় অভিযোগ জানাতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি পেয়ে তারা বাধ্য হয়ে প্রাথমিক চিকিৎসার পর গতকাল সকালে বাড়ি ফিরে আসেন। এরপর তারা লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ও লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি একটি জাতিগত বিদ্বেষমূলক অপরাধ। গত তিন মাসে একের পর এক ঘটনা সামনে এসেছে কিন্তু কোথাও পূর্ণ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হয় নি বা কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আহত শ্রমিকরা চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ কোনো সাহায্য পায়নি। আবার কখনও দেখা গেছে তাদের ফিরিয়ে নিয়ে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। আক্রান্ত শ্রমিকরা ঋণ নিয়ে বা শূন্য পকেটে বাড়ি ফিরেছে আতংক ও উদ্বেগের মধ্যে দিয়ে। পরিস্থিতি ভয়ানক। কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের নিরাপত্তা ও সম্মানজনক জীবিকা সুনিশ্চিত করতে হবে এই বিষয়ে কেউ কোনো কথা খরচ করছে না। বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ান একসাথে। এই ঘটনার তীব্র নিন্দা জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্রেড ইউনিয়ন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন