Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাকিস্তানে ভারী বৃষ্টি, একদিনে ৪৩ জনের মৃত্যু

আন্তর্জা‌তিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে টানা ১৮ ঘণ্টায় ২৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় বন্যা দেখা দিয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের ওয়াসা জানায়, পুরো রাওয়ালপিন্ডি জুড়ে বৃষ্টিজনিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিচু এলাকায় পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি দল ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায়, নাল্লা লেহ-সংলগ্ন এলাকাগুলোতে ২২ ফুট পানি বৃদ্ধির ফলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয় এবং মেট অফিস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ওয়াসা রাওয়ালপিন্ডির এমডি সেলিম আশরাফ বলেন, নাল্লা লেহ ও শহরের ড্রেনসমূহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাতারিয়ানে পানি উচ্চতা ২২ ফুট এবং গোয়ালমন্ডি ব্রিজে ২৩ ফুটে পৌঁছেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে জানান, অভূতপূর্ব ঝড়বৃষ্টি ও বন্যার কারণে প্রদেশের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তিনি এক্সে লেখেন, সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করছে। প্রশাসনকে সাইরেন ও মাইকে জনগণকে নিয়মিত অবহিত করতে বলা হয়েছে। তিনি জনগণকে সরকারি নির্দেশনা অনুসরণ ও সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে, ১৮ ঘণ্টার লাগাতার বৃষ্টির পর অবশেষে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থেমেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন