ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে ১২ শ্রমিক নিহত

আন্তর্জা‌তিক ডেস্ক

ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ শ্রমিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৩০ জুন) সিগাচি ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, আগুনের কারণে ভবনের কিছু অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে শ্রমিকরা।

রাজ্যের মন্ত্রী দামোদরা রাজা নরসিংহ নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বর্তমানে মোট ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবরের পাশাপাশি সহায়তা জোরদার করার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

তার কার্যালয় জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।’ এছাড়া মৃতদের আত্মীয়স্বজন এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

রাজ্যের শ্রমমন্ত্রী জি. বিবেক ভেঙ্কটস্বামী চিকিৎসাধীন আহতদের সঙ্গে ইতোমধ্যেই দেখা করেছেন এবং তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন