Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুদ্ধের সময় খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল

আন্তর্জা‌তিক ডেস্ক

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন তারা। তবে তারা এ সুযোগ পাননি।

চ্যানেল-১৩-তে দেওয়া সাক্ষাৎকারে এই দখলদার বলেছেন, “আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু আমরা সুযোগ পাইনি। যদি তাকে আমরা দেখতে পেতাম, তাহলে তাকে আমরা হত্যা করতাম।”

খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে ইসরায়েল কাৎজ বলেন, “এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।”

এদিকে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ভুয়া ইহুদিবাদী সরকারকে (ইসরায়েলকে) তারা যুদ্ধে হারিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রকেও ইরান মুখে থাপ্পড় মেরেছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি নিরাপদ আশ্রয়ে চলে যান। সেখান থেকেই তিনি আজকের বক্তব্য দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন