Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গুপ্তচর সন্দেহে ইরানে ৭ শতাধিক মানুষ গ্রেপ্তার, তিনজনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের ‘গুপ্তচর’ নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

ইরানের বার্তা সংস্থা ফার্সসহ দেশটির অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিন ধরে চলা সংঘাতের মাঝেই সন্দেহভাজন এসব গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় এ ঘটনা ঘটল।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ জুন) ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, হত্যাকাণ্ড চালানোর জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্যও তাদের দোষী সাব্যস্ত করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ওই তিনজনের নাম ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল। যারা ইসরাইলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার হন এবং বিচারে দোষী প্রমাণিত হন।

ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন