বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

ইরান আর কখনও পরমাণু প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সামরিক অভিযান ‘মিডনাইট হ্যামার’ ইরানের পরমাণু প্রকল্পের মূলে আঘাত হেনেছে এবং এই আঘাত কাটিয়ে দেশটি ফের কখনও তার পরমাণু প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানে অংশ নেওয়া পাইলটদের প্রশংসাও করেছেন তিনি।

মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদার‌ল্যান্ডসের হেগ শহরের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “মার্কিন বিমান বাহিনীর অভিযানে ইরানের পরমাণু প্রকল্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ফের পরমাণু প্রকল্প শুরু করা সম্ভব হবে না তেহরানের পক্ষে। অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক সক্ষমতার মূলে আঘাত হেনেছে।”

“এমনকি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা করা হয়েছে। বি ২ (অভিযানে ব্যবহৃত যুদ্ধ বিমান) পাইলটরা তাদের দায়িত্ব চমৎকারভাবে পালন করেছেন। তাদের কাজ এতটা নিখুঁত হবে- এমনটা কেউই ভাবতে পারেনি।”

রোববার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার।

অপারেশন মিডনাইট হ্যামারের জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টার পর যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

সূত্র : সিএনএন

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন