Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে আমিরাতে, ফ্লাইট চলাচল স্বাভাবিক

ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করায় আমিরাত প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইনস বিমান এর কোন ফ্লাইট স্থগিত করা হয়েছে কি না তা জানতে বিমান এর আবুধাবি ও আল আইনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আবুধাবি এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টার এর নির্দেশনা মতে ইউএইর আকাশসীমা ০১-০০ UTC সময় হতে বিমান টেইক অফ, ল্যান্ডিং ও ফ্লাইং এর জন্য উম্মুক্ত রয়েছে। তাই আবুধাবি, দুবাই, শারজাহ, দোহার ফ্লাইট অপারেশন এখন স্বাভাবিক রয়েছে। তিনি আশা করছেন যে বিমানের ইউএইর ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী চলবে।

এদিকে দুবাই বিমানবন্দর নিশ্চিত করেছে যে “সাময়িক স্থগিতাদেশের পর পূর্ণ ক্ষমতায় তারা ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে”। কর্তৃপক্ষ আরো বলেছে যে সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে, কিছু ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে বলে দুবাই বিমানবন্দর একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানিয়েছে।

দুবাই বিমানবন্দর জানিয়েছে যে তারা “পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার জন্য বিমান সংস্থাগুলির সাথে কাজ করছে। পাশাপাশি ভ্রমণকারীদের তাদের ফ্লাইটের বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করে সর্বশেষ আপডেট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

যদিও ইতিপূর্বে পরিস্থিতির অবনতিতে ইউএই ইরানি কর্তৃপক্ষের সহায়তায় ইরান থেকে তাদের নাগরিকদের সরিয়ে এনেছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন