ইরান শেষ পর্যন্ত ‘লড়তে প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যতদিন প্রয়োজন, ততদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত—এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপমন্ত্রী সাঈদ খতিবজাদে।

আল জাজিরাকে তিনি বলেন, ইরান ইসরায়েলের ‘অযৌক্তিক, বেপরোয়া এবং উগ্র কর্মকাণ্ড’ থামানোর জন্যই কাজ করছে।

খতিবজাদে আরও বলেন, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের ‘অন্যায়’ এবং ‘অযৌক্তিক’ হামলার জবাব দিতে ইরান অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘আমরা এই লড়াই চালিয়ে যাব। ’ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ, যেখানে ইরান আত্মরক্ষার জন্য দীর্ঘ সময় যুদ্ধ চালিয়েছিল।

‘আমরা শেষ পর্যন্ত লড়ার জন্য প্রস্তুত,’ বলেন তিনি।

১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে নতুন করে নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে মার্কিন হামলার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর ফলে ইসরায়েলে দক্ষিণে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের কথা জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন