Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘আপনি যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করব আমরা’, ট্রাম্পকে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে। সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ‘পবিত্র মাটিতে’ আঘাত করেছে।

তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে, যা হবে ‘শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’-এর মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, ‘ট্রাম্প, জুয়ারি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!’

যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারো সমর্থন দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় তার দেশ পুরোপুরি পাশে আছে, এবং তিনি সব পক্ষকে আবারো আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো উত্তেজনা বা পূর্ণাঙ্গ যুদ্ধ চাই না, এসময় তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

‘আমরা সবসময় আলোচনা এবং কূটনীতির পক্ষে আছি, বলেন আলবানিজ, এবং তিনি ইরানকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ‘এমন কোনো পদক্ষেপ না নেয়, যা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে’।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন