Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইসরাইলকে কঠিন শাস্তি দেওয়ার অঙ্গীকার খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

হামলার অপরাধে ইসরাইলকে কঠোর শাস্তি দেওয়া অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের যোগদানের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া তার প্রথম বিবৃতিতে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেলআবিবের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে।’ খবর আল জাজিরার।

খামেনি বলেন, ‘ইহুদি শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এজন্য তাকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। নিরাপত্তার স্বার্থে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা খামেনির হাতে রয়েছে।

এদিকে ইসরাইলের একটি ‘হারমেস ৯০০’ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান।

ইসরাইল বলছে, তারা ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হারমেস ৯০০ ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন