Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ‘গুরুত্বপূর্ণ ভবনে ক্ষতি’: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের আরাক শহরের কাছে নির্মাণাধীন একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ‌‘গুরুত্বপূর্ণ ভবন’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। হামলায় সেখানে ভারী পানির পারমাণবিক চুল্লির পানিশোধন ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান বৃহস্পতিবার আরাকের খোনদাব পরমাণু স্থাপনায় ভারী পানির রিয়্যাক্টরে বোমাবর্ষণ করা হয়। তবে আইএইএ জানিয়েছে, পারমাণবিক চুল্লিটি এখনও চালু হয়নি। সেটি বর্তমানে নির্মাণাধীন। ওই স্থাপনায় কোনো পারমাণবিক পদার্থ ছিল না। খবর-বিবিসি

হেভি ওয়াটার রিয়্যাক্টর ঠান্ডা রাখার জন্য এক ধরনের বিশেষ রাসায়নিক পানি ব্যবহার করা হতো। আরাক স্থাপনার মতো রিয়্যাক্টরগুলো বিজ্ঞান গবেষণার জন্য ব্যবহার করা যায়। এর অবস্থান তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে এই রিয়্যাক্টরে উপজাত হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয়, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।

বৃহস্পতিবার ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত একটি স্যাটেলাইট ছবিতে ইসরায়েলি হামলার পর মধ্য ইরানের আরাকের ইরানি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র দেখানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর অভিযানের সময় ইরানের আরাকের একটি ‘নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লিতে’ আঘাত করেছে। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা আবারও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি হামলার ফলে এখন পর্যন্ত ‘গুরুতর তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা’ ঘটেনি। তবে ‘তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি’ এখনও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কঠিন ও জটিল পরিস্থিতিতে আইএইএয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো নির্ধারিত সময়ে এবং নিয়মিতভাবে পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে কারিগরি তথ্য পাওয়া।’

খুলন গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন