Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

একদিনে ইরানের হামলায় ৫০ ইসরাইলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের হামলায় বৃহস্পতিবার ৫০ জন ইসরাইলি নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে রেডিও তেহরান। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজের ১৪তম দফা হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

এদিকে বিবিসি জানিয়েছে, সরোকা হাসপাতালে ইরানের হামলায় অন্তত ৭১ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জন। ইরান জানিয়েছে তারা এই হাসপাতাল লক্ষ্য করে হামলা করেনি। তাদের উদ্দেশ্য ছিল হাসপাতালের পাশে অবস্থিত একটি স্থাপনায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইসরাইলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিতি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে আজকের হামলা চালানো হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন