Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইসরায়েলকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেন, ‘মস্কো স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বা এমন কোনো চিন্তাভাবনাও করা উচিত নয়।’

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তবে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি করবে— এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেন, ‘মস্কো স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বা এমন কোনো চিন্তাভাবনাও করা উচিত নয়।‘ খবর রয়টার্স।

রিয়াবকভ জানান, ইসরায়েল ও ইরান— দুই পক্ষের সঙ্গেই যোগাযোগে রয়েছে রাশিয়ার । তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এসব ‘জল্পনাকল্পনা-ভিত্তিক’ সামরিক বিকল্প বিবেচনাই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এদিকে, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর- এর প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি বর্তমানেঅত্যন্ত সংকটজনক।

এর আগে মার্কিন প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার টিম ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলার বিষয়টি বিবেচনা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে।

তিনি জানান, ‘আপাতত’ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা নেই। তবে তার কথায় আগ্রাসী মনোভাব স্পষ্ট ছিল। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন।

‘ তিনি আরো লেখেন, ‘আমরা তাকে মেরে ফেলছি না, অন্তত এখনই না। কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।‘ এর তিন মিনিট পর ট্রাম্প আরো একটি পোস্টে লেখেন— ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন