Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাকিস্তানের সেনা প্রধানের সাথে আজ সাক্ষাৎ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সাথে দেখা করবেন।

ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে দুই জনের একসাথে মধ্যাহ্ন ভোজ যোগ দেয়ার কথা রয়েছে।

তবে, গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

১৪ ই জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন। দু’জনের মধ্যে এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল।

কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে এবং এই সময়ের কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জেনারেল মুনির সম্প্রতি মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সাথে দেখা করেছিলেন।

গত ১৩ই জুন চলমান যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় জেনারেল মুনিরকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন