Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খামেনির অবস্থান যুক্তরাষ্ট্র জানে, কিন্তু এখনই ‘হত্যা’ নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত আপাতত নয়।’

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন।

ট্রাম্প লেখেন, ‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন, নিরাপদ আছেন। আমরা তাকে ‘অপসারণ’ (হত্যা!) করব না। অন্তত আপাতত না।’

তিনি বলেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।’ এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’

আরেকটি পোস্টে ট্রাম্প সব ক্যাপিটাল অক্ষরে লিখেছেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)। তবে ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে তেহরানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে প্রেস টিভির খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুররহিম মুসাভি ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশে ভিডিও বার্তায় বিশেষত তেল আবিব ও হাইফার বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিতে বলেছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরানের হামলা ছিল সতর্কতামূলক। শিগগির ‘শাস্তিমূলক অভিযান’ শুরু হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরনা জানিয়েছে রাজধানী তেহরানে ‘একনাগাড়ে এবং তীব্র’ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন