শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অর্থহীন : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান। শুক্রবার ওই মন্তব্য করেছে তেহরান। দেশটির তরফে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরাইলকে মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমন আচরণ করেছে যা তাদের সঙ্গে সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি একই সঙ্গে ইসরাইলকে সমর্থন ও ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। আরও অভিযোগ করেছেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরাইল কখনোই ইরানে হামলা করতো না।

এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরাইলি হামলায় মদদ দেয়ার অভিযোগ আনে ইরান। ওয়াশিংটন অবশ্য সেসব অভিযোগ অস্বীকার করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে জানিয়েছে যে, পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা করাই বুদ্ধিমানের কাজ হবে। রোববার ওমানের মাস্কটে পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় দফায় আলোচনায় বসার কথা ছিলো ইরান ও যুক্তরাষ্ট্রের। তবে ইসরাইলের হামলার পর ওই আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন