শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ইরানে নিহত ৭৮, আহত ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানজুড়ে ইসরায়েলের হামলার পর এ পর্যন্ত নিহতদের এই সংখ্যা প্রকাশ্যে এসেছে। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সরকারি সদর দপ্তরসহ তেহরানের আশপাশের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। তবে নিহতদের মধ্যে ইরানের বিজ্ঞানী ও কমান্ডারও রয়েছেন।

এদিকে হামলার জবাবে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে।

বৃহস্পতিবার রাতে তেহরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ একাধিক কমান্ডার নিহত হয়। ইসরায়েলের এ হামলার পর ইরানও তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ করে। এরপর শুক্রবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন