Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভারতে করোনায় এক দিনে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এক দিনেই মৃত্যু হয়েছে ছয়জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাতে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৩৩ জনে। অথচ দুই সপ্তাহ আগে ২২ মে কোভিড রোগী ছিল ২৫৭ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। এরপরে রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। তাদের বেশিরভাগের করোনা রোগী ধরা পড়েছে সর্দিজ্বরে আক্রান্ত হওয়ার পর রোগ পরীক্ষায়।

এ বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনাভাইরাসের যে নতুন প্রকোপ দেখা গেছে, তাতে এলএফ.৭; এক্সএফজি; জেএন.১ ধরন এবং নতুন শনাক্ত হওয়া এনবি.১.৮.১ উপধরনের আধিক্য দেখা যাচ্ছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন