Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সৌদি আরব ও ইন্দোনেশিয়ায় ঈদুল আযহা ৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র সৌদিআরব ও ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) ইন্দোনেশিয়ার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ জুন শুক্রবার ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে।

গালফ নিউজের খবরে বলা হয়, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার (২৮ মে) হবে জিলহজ মাসের প্রথম দিন। আর ঈদ হবে ৬ জুন।

এদিকে মঙ্গলবার (২৭ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে প্ররচার করেছে তাদের স্ব-স্ব গণমাধ্যমগুলো। সে মোতাবেক আগামী ৬ জুন পালিত হবে পবিত্র ঈদুল আযহা। ঘণ্টার মধ্যে দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করবে। ইতোমধ্যে চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যেও আজ চাঁদ দেখার সম্ভাবনা প্রবল। এ হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা পালিত হতে পারে। সে ক্ষেত্রে পবিত্র হজ পালিত হবে ৫ জুন।

এর আগে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে- এতে চাঁদটি দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন